জুলাই আসে অগ্নিশিখায়,
রক্তে আঁকা বিজয় লিখায়।
সাহসী বুক, দৃপ্ত কণ্ঠ,
তারা ছিলো বিদ্রোহ প্রণ্ত।

স্বাধীনতার মহৎ ডাকে,
জীবন দিলো তারা রক্ত ঢেলে।
তাদের ত্যাগে গড়ল সকাল,
অন্যায়ের শৃঙ্খল গেলো ফেলে।

বুলেট বৃষ্টি এলো ঝরে,
তবু তারা পিছু হটেনি।
স্বপ্ন ছিলো মুক্ত বাতাস,
শৃঙ্খলমুক্ত পথ আঁকেনি?

তাদের শরীর পড়লো ধুলোয়,
তবু তারা রইলো জেগে।
জুলাই রাতের নক্ষত্র হয়ে,
আলো দেয় আজ প্রতিটি বুকে।

শহীদের রক্তে লাল আকাশ,
কষ্টে গড়া বিজয়ের হাসি।
প্রতিটি শপথ, প্রতিটি আশা,
তাদের ঋণে, চির ভালোবাসি।