কর্মজীবন হয় নাই শুরু
বয়স আমার তেইশ,
বাবার টাকার খাচ্চি ফিরছি
লাগছে না সেটা বেশ।
একটা সময় ছিলো খরচ করতাম
বাবার টাকা বেশ,
এখনো আমি ঘুরছি ফিরছি
সেটাও হয়েছে শেষ।
বাবা ছিলো আমার জীবনের
ধ্বংশের মূল,
চাওয়ার চেয়ে দিত বেশি
খরচ করতাম হুলুস্থুল।
এতটাকা পেয়েও আমি
খারাফ হয়ে যাই নি,
বন্ধু-বান্ধব নিয়ে ব্যস্ত থাকতাম
টাকার হিসেব করিনি।
ব্যবসায় লোকসান হয়ে
আজ বাবার অবস্থা যায় যায়,
পরিবার চালাতে কষ্ট হচ্চে তার
দিনগুলি কাটছে অসহায়।
যতক্ষন পর্যন্ত টাকা ছিলো
বন্ধুরাও ছিলো পাশে,
আজ আমার কাছে টাকা নাই
তারাও অন্যের ধারে।
পড়ালেখায় ফাঁকি দিতাম
মোবাইল টিপায় ব্যস্ত,
যার কারণে হলেম ধ্বংশ
আজোও আমি বাবার অধিনস্ত।
অনেক খুঁজেও পাইনি আমি
চাকুরির কোন ব্যবস্থা,
বাবা আজো চিন্তা করে
কি হবে আমার অবস্থা।