প্রিয় নক্ষত্র,

আপনি কি ভাবেন ?
আমি ভালোবাসার মানে জানিনা ?
জানি !
ভালোবাসা একটা চেতনার নাম যার নামে একটা দীপশিখা জ্বলে অবিরাম মনের একদম মধ্যখানে।

সেখানে চারপাশে ঘুটঘুটে অন্ধকারে সেই  শিখা জ্বলে; যেখান থেকে শান বাঁধানো পুকুরঘাট, সুপুরি বাগান, অশ্বথের পাতার স্তুপ, আর কুয়াশার চাদরে ঢাকা কাঁঠালবাগানের নির্জন যে কোণে বসে যে দোয়েল ডাকে... এসবই অনুভব করা যায় জীবন্ত।

সেই পুকুরে পা ভিজিয়ে ঘটে বসে থাকতে পারেন চাঁদরাতে জোৎস্নায়, অথবা অমাবস্যা রাতে অন্ধকারে সেখানে বসে জোনাকির পাগলামি ভরা এলোমেলো আনাগোনা দেখতে পারেন।

আপনি কুয়াশায় ঢুকে যেতে পারেন কাঁঠাল বাগানের নির্জন কোণে সেই গান গাওয়া দোয়েলের খোঁজে, কিংবা অশ্বথ পাতার স্তুপে বসে বানাতে পারবেন আম পাতার বাঁশি; যে বাঁশি বাজিয়ে আপনি ধানক্ষেতের বাবুই পাখির দলকে উড়িয়ে দিতে পারেন নিমেষেই।

সুপুরি বাগানের ঘাসে, ঘাসফুলে প্রজাপতি কিংবা ঘাসফড়িঙের উড়াউড়ি আর লাফানো দেখে কেটে যেতে পারে আপনার অপেক্ষার দুপুর।