আবদ্ধতায় ঘেরা বন্দি জীবনে
আক্ষেপের অন্ত ছিলনা আমার ।
উদ্ভ্রান্তের মত ছুটোছুটি করেছি
বদ্ধ ঘরে ।
একটি একটি করে
দরজা জানালা খুলতে থাকি-
আলোতে আলোতে চমকে
পুলকে পুলকে ভরে ওঠে মন।
আর কোন আবদ্ধতা নেই ,
রুদ্ধ জানালা দরজা নেই আর ;
উন্মুক্ত সব ।
সাধারনভাবে খোলা ।
ঘরটাই উধাও হয়ে গেছে ;
আমি এখন ঘরছাড়া - পথিক ।