আমি যেদিকেই কানপাতি
ঘুঘুর ডাক- এক দুর্বোধ্য কান্না !
ডাহুকের অবিরাম বিস্মৃত ধ্বনি।
আরও শুনতে পাই-
ঘোটকীর হ্রেসা রবে আম্রপল্লবের ভিড়ে
মাথা ঝিম ধরানো এক অনিঃশেষ সুর;
মহাগহ্বরের অবিচল আহবান।
সিংহের গর্জন জড়ানো-
মন্দিরের কাঁসর ঘণ্টার শব্দ,
চিতার অগ্নিফুল্কির দপদপ আওয়াজ।
আধোমনোযোগে শুনতে থাকি-
ডাহুকের ডাক- অবিরাম বিস্মৃত ধ্বনি।।