আমি ছিলাম সেখানে।
গিয়েছিলাম এক শুষ্ক সমুদ্র সাথে নিয়ে;
বাস্পায়িত যার বারি সকল।



আচ্ছন্নের মত ঘুরেছি
সেই মাঠ , ঘাট, রাস্তা, নদীর ধার;
নিরন্তর ভেবেছিলাম আপনার।
বিদায় বলে আসতে পারি নাই
ইচ্ছে করে আবার ছুটে যাই,
নিরন্তর সীমানায়।

ধুলি, বালি, নুড়ি, কণা
কথা বলে গিয়েছিলো পদতলে,
আরক্ত চোখে তাকিয়ে ছিল
দিগ্বিদিক হাহাকার;
প্রচণ্ড এক সম্মোহনী ত্যাগ,
সেই ত্যাগের প্রস্তুতি চলছিলো মগজে।

রাস্তা , রাস্তার দুপাশের
সবুজ, অবুঝ বৃক্ষলতা
চেয়ে চেয়ে দেখেছে আমায়;
আমি কিন্তু স্বস্তিই পেয়েছিলাম
তাদের সকরুণ চাহনিতে।

আমি ছিলাম সেখানে
অশরীরী পথ চলা
পায়ের ছাপ
বাতাসে ভাসা ঘ্রান
রৌদ্রময় ঘ্রান

অনুভবে ছিল সবই...
ছিলনা শুধু ...একাত্মতা ।।