উষ্ণতাকে আমার ভীষণ ভয়।
এক ফোঁটা রক্তের উষ্ণতা আমি চাই নি,
আমি চাই নি পাখির পালকের তুলতুলে নরম উষ্ণতা।
উল কম্বল কিংবা বালিশের জড়ানো উষ্ণতা আমি চাই নি,
আমি চাই নি কার্বন-ডাই-অক্সাইড কিংবা প্রশ্বাসের আবেশী উষ্ণতা।
মহাকাল ধরে তপস্যা করেছি ঠাণ্ডায় জমে থাকব বলে।
তুষারস্নাত পাহাড়চুড়ায় শীতে জমে থাকব তাই কত স্বপ্নের উর্ণাজাল বুনেছি!
কোত্থেকে একফালি রোদের মতো গায়ে এসে লাগলো লু হাওয়া; লিলুয়া বাতাস।
এখন আমার নেশা ধরে গেছে;
লু হাওয়ার নেশা,
বড় আশ্চর্য সে নেশা !
লিলুয়া বাতাসের উষ্ণ নেশা।
এখন আমি রক্তের ডুবসাগরে,
উল কম্বলের বিজনবনে কিংবা
পাখির পালকের পর্বতশৃঙ্গে
অথবা কার্বন-ডাই- অক্সাইডের অতল গহ্বরে হারিয়ে যাই...।
সম্মোহনে জমে থাকি উষ্ণতার নেশায়।
ঈশ্বরে আসক্ত
ফেব্রুয়ারি, ২০১১
ডেমরা, ঢাকা।