তুমি তো সেই মেয়ে নউ যাকে আমি রোজ
দেখতাম বাসে ট্রেনে রাস্তায়।
যার শাড়ি, কপালের টিপ কানের দুল আর পায়ের
গোড়ালি দেখে আমার সারাটা দিন সপ্নের ঘোরে
আমার সারারাত যেন আকাঙ্কার উলঙ্গ উল্লাসে ।
তুমি তো সেই মেয়ে নউ যার কথা
বার বার প্রতিধ্বনিত হয়েছে ব্রতিতির চীৎকারে
আমার রাজকীয় লাম্পটের অভিসার ।
তুমি তো সেই মেয়ে নউ যার চকিত চাহনিতে
লুটিয়ে পরত হাজার হাজার বিম্বিসার ।
তুমি তো সেই মেয়ে নউ
যার চাল ধোয়া ভিজে হাত
যার বুকের পরে আমাদের পৃথিবীর রাত
স্থির ভাবে শান্ত শান্তি নিস্তব্ধাতার বিছানায় ।
আজ এক অদ্ভুত আঁধার এসেছে আমাদের পৃথিবীতে
পতিতালয়ের হাজার হাজার নারীর শবের মিছিলে
ভরে গেছে গ্রামগঞ্জে নগরে বন্দরে
শকুন, শেয়াল আর কুকুরে খাদ্যের মতো ।
তুমি সেই মেয়ে নউ, যার অন্বেষণে
আজ হাজার ও পুরুষ আসামির কাট-গারায়
ফাঁসির অপেক্ষাই ।