তোমাই ভালবাসতে
নষ্ট করেছি আনেক সময়
অস্পষ্ট দীর্ঘশ্বাসের বিষণ্ণতাই
হ্রিদয়ের কথা নাহি হয়।
তাই ভেবেছি - গণিত শিল্পী
হয়ে তোমার শরীরের
অ-উক্লিডীয় জ্যামিতিক অবয়ব
সৃষ্টি কোরে কনটিন্যুয়াম হাইপথেসিস
থিওরী দিয়ে সোজা প্রবেশ করবো
তোমার হ্রিদয়ে।
তারপর তোমার হ্রিদয়ের
অসীমতা নিয়ে আঁক কষতে
ক্যালকুলাসের লিমিট থিওরী
কষাকষি করতে করতে
এক ভালবাসার মহাগণিত সৃষ্টি করবো ।
মস্তিষ্কের দশ হাজার কোটি নিউরনকে বশিকরন করে
কার্যকরী হবে ভালবাসার ফর্মাল ভাষা ও সিস্টেম তত্ত্ব।
মনের মুদ্রাদোষে দৃষ্টিহীন হ্রিসয়ের আর হবে না সময় নষ্ট ।
তারপর এই আবেগমথিত গাণিতিক ভালবাসার ছায়া তলে
তোমার শরীর আমার ইন্টারনাল সেট থিওরীর হাত ধরে
পাড়ি দেবে মহাবিশ্বের পথে, ভাসিবে সমুদ্রের জলে।
কিংবা তোমার বুকের পরে আমার ভালবাসা শুয়ে রবে
এক স্থির শান্তির মতো ঘড়ির সময় মেনে।