চল না ভোলা পুকুর ঘাটে
চান করতে চল
--ওরেব্বাবা পুকুর ঘাটে?
ঠাণ্ডা যে খুব জল!
আয় না নিতাই পুকুরেতে
ফেলি গিয়ে জাল
--আরে না ভাই, বড্ড যে শীত
আসুক গরম কাল।
ও ভাই কালু সাঁতার কাটি
চলনা পুকুর যাই
--না ভাই না না, শীতের কালে
সাঁতারে কাজ নাই।
ও মাসিমা কাচাকাচি
বন্ধ কেন আজ
--জল যে বড়ো ঠাণ্ডা বাছা
দিস না এমন লাজ।
শীতের ভয়ে জড়োসড়ো
যত ভীতুর দল
আমিও তবে..... না না পালাই
কি যে ঠাণ্ডা জল!