কি জানি কী হচ্ছে যে আজ
কালীপুজোর ভাসান রাতে
বেদম হয়ে নাচছে পটা
মারছে গুঁতো এর-ওর গা-তে।
গাইছে ঋজু হাত-পা ছুড়ে
ভীষণ জোরে কন্ঠ ছেড়ে
গদন আবার খাবার-দাবার
লোকের থেকে নিচ্ছে কেড়ে।
মদন কাকা হাসছে হো হো
তখন থেকে এক নাগাড়ে
বলাই মামা কাঁদছে কেবল
একলা বসে পুকুর পাড়ে।
খাচ্ছে কেবল গড়াগড়ি
ধুলোর মাঝে ভজার মেসো
বিশু যেন পাগল হয়ে
ছিঁড়ছে আজ ও নিজের কেশও।
ওই যে নিতাই হাঁটা ভুলে
দিচ্ছে দেখি হামাগুড়ি
বেজায় মোটা চসমা আঁটা
গল্লু বাজায় নিজের ভুড়ি।
কেষ্ট খুড়ো করছে প্রণাম
যাকে-তাকে পাচ্ছে কাছে
গরুর মতো ঘষছে যে পিঠ
বিষ্টু বুড়ো আমড়া গাছে।
ছোটো বড়ো জ্ঞাণ হারিয়ে
দিচ্ছে বুদো দেদার গালি
পঁচা আবার জুতো খুলে
নিজের গালেই মারছে খালি।
এক জায়গাতেই ঘুরছে ভুতো
ক্রমাগত চলছে গেয়ে
টলছে বুবাই দেখছে সবাই
পড়ছে শুধু আছাড় খেয়ে।
চলছে কেন এসব ব্যাপার?
বলছি আমি তোমায় খুলে,
কালীপুজোর ভাসান রাতে
পাগল ওরা সিদ্ধি গিলে।