বলদা পাড়ার শ্যামাপদর
এমনি বাহাদুরি
রাত্রি বেলায় খেঁজুর গাছের
রস করে খায় চুরি
কার বাড়িতে কখন এসে
দিয়ে যাবে হানা
এ খবরটা বলদা পাড়ার
সকলের অজানা।
পাড়ার লোকের তাকে নিয়ে
খুবই মাথা ব্যথা
যত রকম বুদ্ধি খাটায়
সব হয়ে যায় ভোঁতা।
কেষ্টবাবু প্রবীন মানুষ
তিনি তখন এসে,
উপায় একটা বলে দিলেন
ভেবে অবশেষে।
রাতের বেলায় শ্যামাপদ
যেই উঠেছে গাছে
পেত্নী সেজে একটি ছেলে
দাঁড়ায় গাছের নীচে।
খোনা গলায় বলল উঠে,
"গাছের উপর কে রে?
আমি থাকি এই গাছেতে
উঠলি তাতে চড়ে?
ঘাড়টা আমি মটকাবো তোর
বুঝবি এবার ঠেলা,"
এই না শুনে শ্যামাপদর
শুকিয়ে গেল গলা।
ভয়েতে তার হাত পা কাঁপে,
পড়ল গাছের নীচে
হাত ভাঙল, পা ভাঙল
চুরি গেল ঘুচে।
রসের রসিক শ্যামাপদ
ছাড়ল চুরি শোকে
স্বস্তি পেলো বলদা পাড়ার
বাকি সকল লোকে।।