রাজু ছিল ভীষণ রকম দুষ্টু সে এক ছেলে
দুষ্টুমি তার বড্ড বেশি বেড়ায় শুধু খেলে
যদিওবা পড়াশুনায় ছিল না তার মন-ই
স্কুলের মাঝে গোলমালেতে মগ্ন সারাক্ষণ-ই
সেবার জানো হোলোটা কী? এল না সে পড়ে
মাস্টারমশাই মারল তাকে চুলের মুঠি ধরে
পড়াশুনায় ফাঁকি কিম্বা একটু খানি ভুলে
মার খেত সে বেজায় রকম টান পড়ত চুলে।
বড়ো বড়ো চুল ছিল তার ধরতে সহজ ভারি
চুল টেনে তাই শাস্তি পেত লাগত না আর ছড়ি
আমরা যারা  বন্ধু  তারি পারলে না সেই পড়া
এক আঘাতে বেত্রাঘাতে পেয়ে যেতাম ছাড়া।
এমন তর শাস্তি যাতে না পায় আর কভু
খুঁজে নিল গোপন উপায়, বলছি শোনো তবু
দুদিন পরে  স্কুলে এলে দেখি তার চেহারা
চুল গুলো সব লোপাট হয়ে এক্কেবারে ন্যাড়া।
দৃশ্য দেখে বন্ধুরা সব পাইনি ভেবে কূল-ই
মারের ভয়ে শেষে কিনা উধাও হল চুল-ই!!