শরৎ এলো শরৎ এলো
শরৎ এলো মন ভোলালো
শিশির ভেজা ঘাসে ঘাসে
মৃদু- মন্দ পরিবেশে
মুক্তা ঝরে ধানের শিষে
ফুটলে ঊষার আলো
এই তো শরৎ এলো।
ঢেউ লেগেছে মনের কোণে
মাঠের ধারে কাশের বনে
পাগল করা সমীরণে
ঢেউ খেলিয়ে গেলো
এই তো শরৎ এলো।
শিউলি ফোটে ডালে ডালে
সজ্জা রচে তারই তলে
সুবাসে তার নিদমহলে
ঘুম ভাঙিয়ে দিলো
এই তো শরৎ এলো।
নীলাকাশে এমন বেলা
মেঘ- রোদ্দুরে করছে খেলা
সাদা সাদা মেঘের ভেলা
কে যেন ভাসালো
এই তো শরৎ এলো।
দিঘি জুড়ে পদ্ম ফোটে
ভ্রমর কত এসে জোটে
পুজো বুঝি সন্নিকটে
কে এসে জানালো
এই তো শরৎ এলো।