মেতেছে প্রকৃতি আজ শরৎ-বেলায়
আকাশ উঠেছে ভরে মেঘের ভেলায়
কোন ইঙ্গিতে আজ মাঠে ঘাসে ঘাসে
শিশির বিন্দু গুলি অমলিন হাসে।
শিউলি মাটিকে চুমে করে আলিঙ্গণ
সুবাসে মাতিয়ে তোলে এসে সমীরণ
দুলে দুলে সাদা ফুলে মাথা নাড়ে কাশ
অপার স্বরূপে তার রূপের প্রকাশ।
শালুকে কমলে শোভে দিঘি সরোবর
পরিমল অভিলাষে আসে মধুকর
সবুজ ধানের খেত শিষে ভরা প্রায়
গালিচা পেতেছে যেন কেউ আঙিনায়।
শরতে সোনালি রোদ চারিদিক ছায়
আকাশে বাতাসে কারা আগমনী গায়!