রঙের এই উৎসবে আয় তোরা আয় সবে
আজ খেলি আয় দোল খেলি
  
আছিস কে তোরা ঘরে ছুটে আয়, আয় ওরে
ভুলে গিয়ে সব দলাদলি।

ছুটে আয় ছুটে আয় আয় তোরা সব্বাই
এই দিনে এল বড়ো সুখ

ফেলে রেখে সব কাজ রং মেখে সঙ সাজ
রঙে রঙে ঢাক চোখ মুখ।

রঙ মাখ দুই গালে সবুজ হলুদ লালে
রঙে রঙে ফোটে রামধনু

নাই আজ যাক চেনা রঙ মাখা ছাড়বনা
ভিজে যাক, যাক মন-তনু।

বৎসরে একবার রঙে হব একাকার
বল কেন তবে লাজ-ভয়

যত সব সখা-সখী রঙে সবে মাখা মাখি
চেনা তাই মোটে সোজা নয়।

এই বার এই বার শুনবনা কথা আর।
বয়ে যায় সময়ের তরী

রঙের এই মধুমাসে তুই কেন ঘরে বসে
আয় আয় আয় তাড়াতাড়ি।
  
আর সবার দেখা দেখি আয় আয় রং মাখি
ফাগুনের এই আনাগোনা
  
দেহ মনে রঙ লেগে পরম পুলক জেগে
রঙে রঙে আঁকি আলপনা।