এখনও কি হয়নি সময়,
বর্বরতায় খুব পেলি ভয়?
কখন কি হয়
এই ভেবে রইলি বসে?

প্রতিরোধ আর করবি কবে?
জীবনভর যাবি ভেবে
কি আর হবে
ডুবলি কি এই হা-হুতাসে?

হটবি কত পিছনে আর,
ঘুরে দেখ খাদের কিনার
মরবি এবার
লাভ ক্ষতির অঙ্ক কষে?

অন্যায় অবিচারের ঝড়ে  
হাল ধর তুই শক্ত করে
নইলে পরে
ন্যায়ের তরী যাবে ভেসে!

পথ যে ওই ডাক দিয়ে যায়
পথে নামরে, নামরে সবাই
আয় ছুটে আয়
নর নারী হানতে আঘাত।

পুবে রবি খুলেছে দোর
এখনও কি কাটল না ঘোর
চোখ মেলে তোর
দেখ চেয়ে দেখ নতুন প্রভাত।