পদের লোভে পদে পদে
পদ লেহন দেখছিরে ভাই।
বিবেক বুদ্ধি রসাতলে
পদের জন্য চলছে লড়াই
বই-কিতাবে পড়লে যা সব
সে সবি কি যাবে ভুলে?
জ্ঞাণ গরিমা ভূ-লুন্ঠিত
চাটছে যে পা মনটা খুলে
সঠিক ভাবে চাটলেরে পা
পদে পদে পদোন্নতি
মন্দ বলুক দু চার জনে
তাতেই বা কি এমন ক্ষতি।
গাড়ি বাড়ি টাকা-কড়ি
পা চাটলে ভাই মেলে সবি
চাটছে দেখো কত জনাই
শিল্পী থেকে বুদ্ধিজীবী,
যোগ্যতা আর কি প্রয়োজন
যদি পারো চাটতে পা'টি
মিলবে সুযোগ নিরবধি,
বলছি শোনো কথা খাঁটি।
জিভ চলে যায় পায়ের কাছে
এ 'যোগ্যতা' যার বা আছে
সে'ই এখন রাজার রাজা
তোষামোদের এই সমাজে।"
তবু ভেবে বলতে গেলে,
শুনে রাখো হে বন্ধুগণ
মান পাওয়াটা কঠিন বড়ো,
মান খোয়ানো কি আর এমন!
অর্জনেতে যে সুখ আছে,
চাও কি তা যাক বে-ইজ্জতে?
অতি লোভে তাঁতি নষ্ট,
সময় থাকতে এসো পথে।