মন খারাপের সকল চিহ্ন নিয়ে বসে আছে লোকটি
আমি তার কাছে গিয়ে বললাম,"গান শুনবে গান
জানো তো গান মন ভালো করে
বাউল ভাটিয়ালি পপ ব্যান্ড যা পছন্দ তোমার।"
তবুও সে যেন শোনে না কিছুই
আমি বললাম," তাহলে কবিতা শুনবে?
রোমান্টিক কবিতা, কত বিশেষণ, শুনবে?
এই যেমন ধরো, কামরাঙা রঙা মেঘ, শান্ত নীল সন্ধা
অথবা বৃষ্টির ফোটায় শুনি নূপুরের ধ্বনি,শুনবে?"
নীরবতা নিস্পৃহতার ঘোর তার কাটেনা তবু
আমি ভাবি বোবা কালা কি! বোঝেনা কিছুই-
না, সে লক্ষণও তো বুঝি নেই বেশি
আমি আবার জিজ্ঞেস করলাম,"তাহলে ছবি দেখো
জল রঙের,তেল রঙের অথবা দামি ক্যামেরায় তোলা
পাহাড়-পর্বত, নদ-নদী,সমুদ্র-গাছ-মাছ-পাখি প্রকৃতি
সাত রঙের আয়োজন আরও কত কি!
এসবে মন ভালো হয় জানোনা বুঝি,বোকার হদ্য!"
লোকটি এবার ফ্যালফ্যালিয়ে আমার দিকে চাইল
সমস্ত নীরবতা ভেঙে আমায় বলল-
" আগে আমায় একথালা ভাত দাও"।