এক গোয়ালিনী রাগে যশোদার পুরোভাগে
বলে' "শোন শোন যশোদা রানি
তোর আদরের গোপাল সাথে লয়ে যত রাখাল
ঘরে ঘরে চুরি করে ননি।
লন্ডভন্ড দধির ভান্ড সকলি তোর গোপালের কান্ড
তিষ্ঠাতে না দেয় একবেলা
টেনে নিয়ে ঝোড়া ধরে নাড়ু নেয় চুরি করে
শ্রীদাম সুদাম ওর চ্যালা।"
"ঘরে পড়ে আছে ননি না ছোঁয় নয়নের মণি"
যশোদা বলে কেঁদে কেঁদে,
গোয়ালিনী যশোদাকে বলে, "ধরতে পারলে ওকে
তরু সাথে রেখে দেব বেঁধে।"
জগতকে বাঁধেন যিনি অনাথের নাথ তিনি
তারে বাঁধে এত সাধ্য কার
সুরজিত বলে করজোড়ে বাঁধো তারে ভক্তি ডোরে
ভক্তি বিনা উপায় নাই আর।।