নববর্ষের পুণ্য আলোকে
শুচি হোক আজ ধরা
ঘুচে যাক আজ মুছে যাক আজ
দুঃখ দৈন্য জরা।
কলুষিত যত ঘটনার ঘটা,
যাক যাক সব দূরে
ছিন্ন বীণাটি নব তারে আজ
বাজুক নতুন সুরে।
ভীরুতা জড়তা যত মলিনতা
সব থাক পিছে পড়ে
ভালোবাসা আর পবিত্রতায়
উঠুক জীবন ভরে।
বিরহ যাতনা হিংসা ও ঘৃণা
হোক আজ অবসান
গাও গাও আজ এ শুভ লগনে
মহামিলনের গান।
জাগ্রত হোক বিবেক চেতনা,
ফুটুক জ্ঞাণের আলো
অভয় বাণীতে ঘুচে যাক ভয়,
সকল আঁধার-কালো।
ওই শোনো আজ শঙখ নিনাদে
মঙ্গল এল বয়ে
জীর্ণ তরুরা পূর্ণতা পায়
শাখে শাখে কিশলয়ে।
দিকে দিকে আজ আনন্দ ধ্বনি
নতুনের আগমণে
বিদায় অতীত স্বাগত নতুন
নব বরষের ক্ষণে।