গদাই এসে বললো মাকে,
"মাগো তুমি শোনো
এমন ভাবে মিথ্যে কথা
বলতে গেলে কেন?"
অবাক হয়ে বললে যে মা
ছেলের কথা শুনে,
"মিথ্যে কথা কি বলেছি?
পড়ছে না তো মনে!"
গদাই বলে, "মাসির কাছে
কাল বলেছো তুমি
বনুর মুখটি মিষ্টি খুবি,
শুনতে পেলাম আমি।"
মা বলেন,"চুপ!, মিথ্যে কথা
বলব কেন আমি?
মুখ সামলে কথা বলো
এসব কি পাগলামি!"
গদাই বলে, "বনুর মুখটা
মিষ্টি কতখানি
দেখতে আমি ছুট্টে গেলাম
শুনেই যে তক্ষনি
জিভটা দিয়ে গাল দুটো তার
দিব্যি দিলাম চেটে
বললে তুমি মিষ্টি খুবি,
মিষ্টি তো নয় মোটে!
তোমার কথা শুনে আমি
বেজায় গেলাম ঠকে
এটা যদি মিথ্যে না হয়
মিথ্যে বলে কাকে?"