মাস্টারমশাই মানেই যেন-
অগাধ জ্ঞাণের ধারা
ক্ষমার আধার, ভরসা বিপুল,
স্নেহের পরশ ভরা।
মাস্টারমশাই মানেই যেন-
'সব আছে যার জানা',
জাতি গড়ার, মানুষ গড়ার
মস্ত এক কারখানা।
মাস্টারমশাই মানেই যেন-
শাসনে খুব কড়া
একটুখানি ফাঁকি দিলেই
পড়তে হবে ধরা।
মাস্টারমশাই মানেই যেন-
একটি পরম্পরা
কখন কোমল,কখন কঠোর
মেজাজখানি চড়া।
মাস্টারমশাই মানেই যেন-
সব বলা যায় যাকে
মন ভালোর-ই গল্প শোনা
একটু পড়ার ফাঁকে।
মাস্টারমশাই মানেই যেন-
বিভীষিকা কি যে
চোখ রাঙানো, বেতের শাসন
আবার মাঝে মাঝে।
মাস্টারমশাই মানেই যেন-
স্মৃতির মুক্তা-মণি
যার কাছেতে আজন্মকাল
থাকা চির ঋণী।