ময়না মাসির মেজো খুড়ো
আসবে মেয়ের বাড়ি
মাঝ রাতে ঠিক ঢুকলো গাঁয়ে,
খুব হয়েছে দেরি।
হঠাৎ করেই শব্দ বিকট
পৌঁছাল তার কানে
গর্জন শুনে কাঁপলো খুড়ো
ভয় ধরলো প্রাণে।
"বাঁচাও বাঁচাও ওরে বাবা
গেলাম বাঘের পেটে"
এই না বলে নাক বরাবর
চললো খুড়ো ছুটে।
মুখ থুবড়ে পড়লো খুড়ো
ঘোষ পুকুরের পাড়ে
জলে কাঁদায় মাখামাখি
বিশ্রী একেবারে
চিৎকার শুনে ছুট্টে এলো
গাঁয়ের কয়েক জনা,
কী হয়েছে বুঝলোনা ঠিক
আসল ব্যাপারখানা।
জানতে চাওয়ায় বললো খুড়ো,
"বাবলা তলার মোড়ে
বাঘের গর্জন শুনতে পেলাম,
ধরবে এবার ঘাড়ে।"
বাবলা তলার বাঘ ডাকছে!
শুনে এ সব কথা
এক জনাতে বললো, "খুড়ো,
গেছে তোমার মাথা
মদন কাকা নাক ডাকে যে
রোজ-ই এমন করে
ভাবলে তুমি বাঘ এসেছে,
ভয়েই গেলে মরে!