খুকুমণি বলল মাকে,
"দেখবে মাগো চলো
তেঁতুল গাছে পেত্নি সে এক
কোথা থেকে এল?
পড়তে বসে জানলা দিয়ে
চমকে উঠে দেখি
গাছের ডালে খাচ্ছে সে দোল,
কাণ্ড বলো একি!
হাত নেড়ে সে ডাকছে আমায়,
এখন কি যে করি
মারবে বুঝি গলা টিপে,
ভয়েই আমি মরি!
এখন আমার কাঁপছে পা-হাত,
যাব না ওই ঘরে
ওরেব্বাবা! পেত্নি এসে
আমায় যদি ধরে!"
সব শুনে মা টর্চটা নিয়ে
গেল পেত্নির খোঁজে
আলো জ্বেলে দৃশ্য দেখে
হেসেই মরেন নিজে।
মা বলেন-" শোন, খুকুমণি,
পেত্নি কোথায় ওরে...
এ যে তেঁতুল গাছে ঝুলছে জামা
উড়ে এসে ঝড়ে।
এটাকেই তুই পেত্নি ভেবে
ভয়েই মরিস? ছিঃ ছিঃ!
পেত্নি বলে নেই রে কিছু ,
সবি মিছিমিছি।"