খুকুমণি দৌঁড়ে এসে
বলল যে তার মাকে,
"দেখে যাও মা আসলেতে
দুষ্টু বলে কাকে।
দেখে এলাম একটি মেয়ে,
বলছি শোনো তবে
দুষ্টুমিটা আমার চেয়ে
খুব বেশি তার হবে।
আমি তাকে মারতে গেলাম
সেও এল তেড়ে
ঝগড়া করে আমার মতই
হাত-পা নেড়ে নেড়ে
দস্যিপনায় আমিই নাকি
তোমার মাথা ব্যথা!
পাড়া-পড়সি আমার জন্যই
শোনায় তোমায় কথা!
তোমার কাছে দুষ্টু আমি,
কেবল আমায় বকো
ওই মেয়েকে তুমি বুঝি
বলবে কিছু নাকো?"
অবাক হয়ে বলল যে মা,
"কোথায় রে তার বাড়ি?
চল তো দেখি কোন সে মেয়ে
কান দুটো তার ধরি।"
খুকু বলে, "চলো তো মা
ধরবে হাতেনাতে
লুকিয়ে আছে সেই মেয়েটি
আমাদের আয়নাতে।"