পড়তে বসে খুকুমণির
খুব হয়েছে গোসা
কারণটা তো আর কিছু নয়
কামড়িয়েছে মশা
মাকে গিয়ে বললো সে তাই,
"ও মা তুমি বলো,
মশা গুলো দুষ্টু ভীষণ,
কেন এমন হলো?
মারতে গেলে পালায় উড়ে,
আবার আসে ফিরে
আবার কখন ফোটায় সে হূল,
ভনভনিয়ে ঘোরে।
উপায় একটা করো তো মা
বিদেয় করো মশা
দেখছো না কি মশার জন্য
কী ভীষণ দুর্দশা?"
মা বলেন, "আর কি করি বল,
চেষ্টা করি খুবি
তবুও তো হার মানেনা ,
ব্যর্থ প্রয়োগ সবি।"
খুকুমণি বললো মাকে,
অবাক ভরা চোখে
বাড়ি শুদ্ধ সবাই যে মা
তোমার ভয়েই কাঁপে
ঠাম্মা কাঁপে, দাদু কাঁপে,
পাপাও কাঁপে জানি
হার মানলে মশার কাছে,
খুব হলে হয়রানি!
তোমার চেয়েও মশা বুঝি
বেশি শক্তিশালী
আমি জানি তুমিই সেরা,
ভুল ভেবেছি খালি।