দীপু ভীষণ জেদ করেছে,
বলল বাবার কাছে,
             "আর যাব না স্কুলে আমি,
যতই বকো পাছে
              করব না আর পড়াশোনা,
দিনে কিম্বা রাতে
               মূর্খ আমায় বলুক লোকে
কি আসে যায় তাতে।"
               বাবা বলেন, "কী হলো তোর
বলছিস এমন কেন?
                 ভুল করেও এমন কথা
বলিস না আর যেন।"
               দীপু বলে, "ভুল বলিনি  
শোনো মনযোগে
                বিচার করে তুমিই বলো
ফুঁসছো বৃথা রাগে।
                স্কুলে যিনি ভূগোল পড়ান,
বিজ্ঞাণ পড়ান না তো?
                ইংরেজি স্যার ইতিহাসে
ভীষণ থতমত।
               আবার যিনি অংক করান
বাংলা পড়ান কভু?
               বিজ্ঞানের স্যার ইতিহাসে
খান যে হাবুডুবু।
                 যে যার নিজের বিষয় পড়ান,
অন্য বিষয় মানা!
                সন্দেহ তাই অন্য বিষয়
নেই বা বুঝি জানা।
                তারা যদি আটকে থাকেন
যে যার বিষয় ধরে
                আমি একা সব বিষয়ে
পড়ি কেমন করে?"