ইঁদুর কাটলো জামা জুতো
দেখেই আমি থতমত
আমার হলো মাথা গরম
সিদ্ধান্ত তাই নিলাম চরম
হুলো বেড়াল এনে ধরে
ঘরের মধ্যে দিলাম ছেড়ে,
ভেবেছিলাম এবার তবে
হুলো ধরে ইঁদুর খাবে।
হুলো ইঁদুর দেখতে পেয়ে
হঠাৎ গেল সেদিক ধেয়ে
ইঁদুরও তো চালাক ভারি
করল শুরু লুকোচুরি;
হলো শুরু লাফালাফি
ঝাপাঝাপি দাপাদাপি
খাবা দাবার ছড়াছড়ি
আহা কি জ্বালাতন ভারি!
ব্যাগ থেকে মাছ মেঝেয় পড়ে
হুলোর ভাগ্যে সিঁকে ছেড়ে
মাছের গন্ধ পেয়ে নাকে
ছুটল হুলো মাছের দিকে
আস্ত মাছের লেজটি ধরে
ছুটল হুলো পগারপাড়ে
ভাবনা আমার হলো সারা
হুলো এমন হতচ্ছাড়া
রইল ইঁদুর, মাছও গেল
এই কি আমার কপালে ছিল!