তরুরাজি সভ্যতার নগ্ন অগ্রাসনে
অস্তিত্ব সংকটের মুখে অসহায়।
মানুষ মেতেছে আজ অরণ্য নিধনে
নগর প্রসারণের সুপ্ত বাসনায়।
ঘন সবুজ ঢেকেছে পাথর-দেয়ালে
বন্যপ্রাণী দাঁড়িয়েছে খাদের কিনারে;
শিল্প গিলছে অরণ্য নিজের খেয়ালে,
বঞ্চিত বন বাঁচার নিজ অধিকারে।


জীবের পালক গাছ সুধা ঢালে প্রাণে-
সর্বদা সেবায় মগ্ন কাঠ  ফুল ফলে।
কুঠার আঘাত পায় ফিরে প্রতিদানে
চুক্তিবদ্ধ মিত্র বধে স্বার্থের দলিলে।
ভালো-মন্দের বিচারে অক্ষম যে জন
কালের নিয়মে তার নিশ্চিত পতন।