হঠাৎ যদি বৃষ্টি নামে
ভিজবে তুমি আমার সাথে?
পিছল পথে শক্ত করে
রাখবে কি হাত আমার হাতে?
লজ্জা ভরা দৃষ্টি দিয়ে
বলবে কথা চোখে চোখে
তুলবে কি ঢেউ অনুরাগের
কূল হারানো ভাঙা বুকে?
হঠাৎ যদি বৃষ্টি নামে
হাঁটবে আমার পাশাপাশি?
এক পলকে আমায় দেখে
হাসবে তুমি মুচকি হাসি?
নাচবে তুমি বৃষ্টি মাথায়,
নূপুর জোড়া বাজবে পায়ে?
দেখব আমি অবাক চোখে
মূর্ছা যাবো ফুলের ঘায়ে।
হঠাৎ যদি বৃষ্টি নামে
ডাকবে আমায় আদর করে?
গান শোনাবে ঘুম ভাঙানো
তোমার গলার মিষ্টি সুরে?
বসতে দেবে আঁচল পেতে
বলবে কথা অবিরত?
একাকিত্বে সঙ্গী হবে
মস্ত আশির্বাদের মতো?
হঠাৎ যদি বৃষ্টি নামে
অঝোর ধারায় চোখের থেকে
থাকবে তুমি আমার সাথে?
রাখবে মাথা আমার বুকে?