শুনেছো কী বলে গেল
রাজ বাহাদুর এসে?
"গরিব মোটেই যায় না দেখা
আমার সোনার দেশে
সারা দেশে চলছে ধেয়ে
উন্নয়নের ধারা
হিংসুটে সব, অকারণে
শুধুই নালিশ করা।
গরিব গরিব বলে চেঁচায়
ওই কজনে যারা
অন্ধ নেহাৎ নয়তো ওদের
চোখে ঠুলি পড়া
দূরবীনেতে গরিব তুমি
পাবেনা ভাই খুঁজে
বলছি আমি হলফ করে
দেখো এবার বুজে।"
সত্যিই তো ভাই গরিব কোথায়?
ভাবনা আজব বটে!
বলবে না কেউ হক কথাটা
লাগাম দেবে ঠোটে?
জীর্ণ পোশাক শীর্ণ দেহ
অগাধ ব্যথা বুকে
ভাত জোটেনা উপোস ওরা
ভাবছো নেহাৎ সুখে?
"সব শেয়ালের এক রা" বুলি
বুঝি ঠারে ঠারে
চোখ দুখানি রইলে বুঝে
দিবসও আঁধারে
আসলেতে জন সেবার
তোমরা ওড়াও বুলি
আপন স্বার্থে বাঁধলে চোখে
অবিবেকের ঠুলি
জনসেবা করতে যারা
বসাল মসনদে
রইলে তুমি রাজা হয়ে
আমজনতা কাঁদে।