ভবেশ বলে ক্লাসের মাঝে
বন্ধুকে তার ডেকে,
"চারটে গরু আনল কাকা
কিনে হাটের থেকে
একটা গরু বাজার করে,
আবার রাঁধে বাড়ে,
দ্বিতীয়টা গানের পাগল
সুর করে গান ধরে।
আরেকটা তো বলব কি ভাই
তা-থৈ করে নাচে
চতুর্থটা গোয়ালে নয়
বসত করে গাছে।"
বন্ধু বলে, "বলিস না তুই
যত বাজে কথা
গরু এসব করতে পারে?
এক্কেবারে যা তা।"
ভবেশ বলে, বল দেখি তুই
বেয়াক্কেলে নাকি
'গল্পের গরু গাছে ওঠে'
বুঝতে আছে বাকি?