শাপলা তুলি শাপলা বেঁচি
নেহাৎ নিরুপায়
কিনলে তুমি দু চার টাকার
দু মুঠো ভাত পাই।
পুজোর আগে এ কটা দিন
কাটায় কেমন করে
মা বাবা নেই, দু ভাই বোনে
থাকি কুঁড়ে ঘরে।
সেদিনে খুব দুঃখ করে
বোনটি আমার বলে,
"আমার হয়নি নতুন জামা
আর কেনে সকলে।"
চোখের কোনে দু ফোটা জল
তার যে আমি দেখি
সে জল দেখে দাদা হয়ে
কেমনে আমি থাকি!
তাই সকালে গলা জলে
শাপলা তুলি নেমে
পথে পথে বিক্রি করি
দু-চার টাকা দামে
এই উৎসবে হাসি যদি
ফোটে বোনের মুখে
সকল দুঃখ ভুলে গিয়ে
থাকি স্বর্গ সুখে।।