বারোটা মাসের বারোটা একুশ
বারবার আসে ফিরে
ফেব্রুয়ারির একুশ শুধু
আমার হৃদয় জুড়ে।
একুশ একটা আবেগের নাম,
মানে আর অভিমানে
অমর একুশ, স্মৃতি-ভাণ্ডার ,
পূর্ণতা বলিদানে।
সুধা-ভরা একুশ ক্ষুধা-হরা একুশ,
একুশ মমতা-ময়
দুরন্ত একুশ, সজীব একুশ,
একুশ তো অক্ষয়।
একুশ আমার বিবেকের মাঝে
চিন্তা ও চেতনায়
বনের পাখিরা মনে বসে যেন
একুশের গান গায়।
স্মৃতিতে একুশ প্রীতিতে একুশ
একুশ যে ইতিহাসে
একুশের মান একুশের ঘ্রাণ
অনুভবে তাই আসে।
ভাষা-বীরেদের রক্ত রঞ্জিত
একুশের পটভূমি
বর্ণমালার বর্ণ-ছটায়
একুশের পদ চুমি।
এ ভাষা বৃক্ষে বাহান্ন ফুল
সতত সুবাস যার
বাংলা আমার হৃদয়ের ভাষা,
ভাষার অহংকার।