তোমরা পটার নাম শুনেছ?
বলছি তোমার কাছে
             স্বভাবটা তার এমন বাজে
ঢিল ছোঁড়া চাই গাছে।

               গাছে গাছে ছুঁড়ছে সে ঢিল,
ঘুরছে বাড়ি বাড়ি
               কখন কি যে কাণ্ড করে
ঠিক আছে কি তারি?

               জটলা করে পথের ধারে
বলছে শুনি লোকে
              "পটার ছোঁড়া ঢিল পড়েছে
ভুদোর দাদুর টাকে।

              নাক ফেটেছে ভোলা মামার,"
রক্ত ঝরো ঝরো
              থামে না তার বেয়াদপি,
যতই বারণ করো।

           সেদিন জানো কী হয়েছে?
বলছি তোমাকে
              পটার ছোঁড়া ঢিল লেগেছে
মৌমাছির-ই চাকে।

              মৌমাছিরা করল তাড়া
ছুটলো পটা জোরে
               হূল ফুটলো শরীর জুড়ে,
পড়ল মাথা ঘুরে।

              জানতে বুঝি ইচ্ছে  তোমার
এর পরের ঘটনা?
              ভাবছো যেমন তেমনি ঠিকি,
খুব বেশি বলবো না-

              এখন পটা শান্ত ভীষণ
ঢিল  ছোঁড়ে না গাছে
               মৌমাছির সেই হূল ফোটানো!
আজও মনে আছে।