প্রায় সকলেই মেতে উঠেছে সীমাহীন দৌঁড়ে,
এই দৌঁড় কভু ছন্দ হীন
কোন কোন ক্ষেত্রে উদ্দেশ্য ও লক্ষ্য বিহীন-
তবু ছুটে চলা রাত্রিদিন
এই দৌঁড়ের শুরু সমাজের সর্বস্তরে ভিতরে-বাইরে।
সুতীব্র গতিতে এগিয়ে যাওয়া যত
তার চেয়েও সময় পিছু হটে দ্রুত;
হারায় জীবনের সুখ আনন্দের মাইলস্টোন কত।
এই নগ্ন দৌঁড়ে কেউ কারও দিকে চায় না ফিরে ।
এক অশুভ প্রতিযোগিতার দম্ভ শুরু হয়,
যেখানে কেউ কারও বন্ধু নয়,
লক্ষ্য পূরণে হোক না হাত রক্তময়।
বাসনার সোপানে কখন পৌঁছে যাওয়া লোভের শিখরে।
সুখের পাথেয় চয়নে যে পথ চলা-
মনের অগোচরে তাকেই অবহেলা
কখন জানি ছেড়ে যায় সময়ের ভেলা ,
পিছনে ফেরার দুয়ার বন্ধ; শেষে একদিন দোঁড়ে দৌঁড়ে..........