ঘুষ তো আমি খাই না দাদা, ঘুষ তো আমি চাটি
কলি কালে ভেজাল সবি ঘুষটা কেবল খাঁটি।
দাদা, ঘুষ যে আমি চাটি।


নানা রকম রোগের কারণ
করতে যে হয় লোভ নিবারণ
ঘুষ খাওয়াতে নেই তো বারণ, তাই ও' পথে হাঁটি।
ঘুষ তো আমি খাই না দাদা, ঘুষ তো আমি চাটি।
দাদা, ঘুষ যে আমি চাটি।


পোশাক পড়ি সাদা খাঁকি
আকাশি বা অ-পোশাকি
ঘুষের গন্ধে বুজে আঁখি, চাটতে পারি পা'টি।
ঘুষ তো আমি খাই না দাদা ঘুষ তো আমি চাটি।
দাদা, ঘুষ যে আমি চাটি।


তুমিও খেও সুযোগ পেলে
এমন খাবার ভাগ্যে মেলে
জয় দাও সবে ঘুষ ঘুষ বলে, নইলে জীবন মাটি!
ঘুষ তো আমি খাই না দাদা ঘুষ তো আমি চাটি।
দাদা, ঘুষ যে আমি চাটি।