উৎসবের ঘনঘটা ছুটেছে আলোর ছটা
ঝলমলে তাই চারিপাশ
কচি কচি কত মুখ আজ যেন বড়ো সুখ
পূর্ণ মনের যত অভিলাষ।
সকাল রাত্রি অবধি আনন্দ নিরবধি
শিশু মুখে লেগে থাকে হাসি
লাফালাফি খাওয়া-দাওয়া অবাধ আনন্দ পাওয়া
সুখ পবনে মন যায় ভাসি।
আবার পথের ধারে যারা বসতি করে
আলো নেই শুধু অন্ধকার
তাদের ঘরের ছেলে ভাসে চোখের জলে
নেই নতুন জামা পরবার।
উদাস নয়ন ভরে তাকিয়ে পথের 'পরে
কচি মুখ ভাসে অশ্রুনীরে
সমাজের মলিনতা অপার দুঃখ গাথা
হারায় উৎসবের ভিড়ে।