এসো এসো হে বরষা ধরণীর বুকে
ঢালো অমৃত বারি চাতকের মুখে
ব্যাঙ গুলো গলা ফুলো ডাকে বারবার
তুমি এলে গায় তারা মেঘমল্লার।
তুমি এসে খাল বিল ভরো ভরপুর
ওগো বরষা তুমি হয়োনা নিঠুর,
কৃষকের বন্ধু হয়ে করো আগমন
প্রকৃতির মাঝে এসে দাও দরশন।
মেঠো পথে ওড়ে ধূলা চলা বড়ো দায়-
তুমি এই পথে হও সজল সহায়।
তৃষা হরে প্রাণ ভরে নিয়ে আসো সুধা
জল-অঞ্জলি দিয়ে জুড়াও বসুধা;
ধুয়ে দাও, মুছে দাও যত মলিনতা
এসো জীবের পালক মেঘের দুহিতা।
ঝর ঝর ঝমঝম ঝর অনিবার
ঝরিয়ে মাটিতে ফুল করো একাকার,
ধূসর ঊষর নাশি আনো শ্যামলতা
এসো এসো বর্ষা ওগো ফসলের মাতা।
তরু তৃণ প্রাণীকূল যত জলচর
তোমার সু-বারতার গোণে যে প্রহর-
ফুটি ফাটা মাঠ ঘাট দেখো জল চায়
ধেয়ে এসে হও তুমি তাদের সহায়।
তোমার করুণা ধারা সাথে নিয়ে আজ
ঋতুর সিংহাসনে করো গো বিরাজ।