জানি জানি বন্ধুরা কেউ
ভোলেনি আমাকে
ফিরে ফিরে তাই তো আসি
সেই সুদূরের ডাকে।
মনের এমন মিলন মঞ্চ
যেখানে এক হওয়া
সেখানেতেই ফিরে এসে
দু চার কথা কওয়া।
যে যেখানেই থাকনা কেন
নিকট কিম্বা দূরে
থেকে থেকে তাদের কথা
কেবল মনে পড়ে।
জানি না কোন আহ্বানে
মনটাকে দেয় নাড়া
দোদুল হৃদয় ব্যকুল হয়ে
সেই ডাকে দেয় সাড়া।
লক্ষ তারায় যেমন শোভে
রাতের আকাশ খানা
বন্ধুত্বটাও ঠিক তেমনি
মিলনের ঠিকানা।
ফুল বাগিচা ফুলের ছটায়
দেখতে লাগে ভালো
বন্ধুত্বও আঁধার মনে
আনে খুশির আলো।
যেখানেতেই যাই না কেন
ফিরি অবশেষে
মনে মনে মন মেশাতে
বন্ধুত্বের এই দেশে।।