গদন কিন্তু দুষ্টু বেজায়
সাত বছরের ছেলে
সে যেন আজ খুঁজছে কি সব
হাত ডুবিয়ে জলে
দাদু এসব দেখতে পেয়ে
বলেন রেগে উঠে,
"বেয়াদপি ভীষণ তোমার
ভাঙব লাঠি পিঠে
অকারণে জলের ভিতর
হাত ডুবিয়ে বসে
সর্দি কাশি হলে পরে
বুঝবি তখন শেষে।"
গদন বলে, "বৃথা আমায়
বোকো না তো তুমি
জলের মধ্যে টাকা কোথায়
খুঁজছি সেটাই আমি।
আলমারি আর লকার আছে
সে সব জায়গা ছেড়ে
ওখানেতে টাকাগুলো
গেল কেমন করে?
কালকে রাতে শুনতে পেলাম
বলছে বাবা মাকে
টাকা গুলো জলেই গেল
ব্যবসাতে খুব ঠকে।
তাই তো আমি টাকা গুলো
খুঁজতে গেলাম জলে
তুমি দাদু আমায় বুঝি
ভাবলে বেয়াক্কেলে?"