বর্ষার এই সময়ে ওরা বড়ো কষ্টে আছে।
ওরা শহরের ফুটপাতবাসী।
ওরা পথের পাশে বেঁধেছিল সংসার,
বর্ষার জল তা করে দিল চুরমার
এক নিমেষে।
ছেলে কোলে দিশাহারা হয়ে
অপলক নয়নে চারিদিক চেয়ে
থাকে ওরা আশার আশে।
ওদের বাসা বাঁধার তাড়না আছে
সব হারানোর বেদনা আছে
জঠরের জ্বালা আছে, আর আছে-
দুই নয়নের অবিরাম ধারা,
যা শ্রাবণের ধারাকেও বুঝি
হার মানায়।
দুই জল রাজ পথে মিশে একাকার।
নেইও অনেক কিছু আবার-
রন্ধনের ব্যস্ততা নেই, তোলাবাজের হুমকি নেই
ভোট ব্যবসায়ীদের তোষন নেই,
পথ চলতি মানুষের কটূক্তি নেই
শৌখিন মানুষের বিদ্রুপ নেই
চাল নেই চুলো নেই।
নেই এর ভান্ডটাও পূর্ণ
কানায় কানায়।
এক সময় জল সরবে, মেঘ সরবে সূর্য উঠবে,
প্রকৃতির নিয়মে ফুল ফুটবে-
কিন্তু ওদের চির দুঃখের আবর্তন
পৃথিবীর সূক্ষাতিসূক্ষ গতির
নিয়মকেও হার মানায়।