আমি হলাম বুদ্ধিজীবী
জানো তো ভাই বঙ্গতে
গাঁ'য় মানেনা আপনি মোড়ল
থাকি অসৎ সঙ্গতে।
দাঁড়ির ঝোঁপে শুষ্ক চুলে
বুদ্ধিজীবীর ঢোল পেটাই
সুযোগ বুঝে মাঝে মাঝে
পাওনা ভরি তল্পিটায়
অল্প লিখে স্বল্প গেয়ে
নাম কামাতে সস্তাতে
অন্যায়েরই পক্ষ ধরে
মিছিল করি রাস্তাতে
প্রভাবশালীর সঙ্গে থাকি
হইনা তাতে পিছপা
রত্ন-ভূষণ মেলে তাতে
মাথায় ওঠে শিরোপা ।
জ্ঞাণ গরিমা বুদ্ধি বিবেক
তাই রেখেছি বন্ধকে
ঠুলি পড়ে থাকি চোখে
ভালো বলি মন্দকে।
লোকে আমায় দিক না গালি
আমার সবি গা সওয়া
অরুচি নেই নেতাদের ওই
উচ্ছিষ্টের ভোজ খাওয়া।
চরণ সেবা পারি ভালো
তাতেই আমার দক্ষতা
যারা যখন ক্ষমতাতে
তাদের সাথেই সখ্যতা।
বি.দ্রঃ কথাগুলি কেবলমাত্র অপ্রকৃত বা ছদ্মবেশী বুদ্ধিজীবীদের ক্ষেত্রেই পেযোজ্য।