পড়ার ঘরে ঢুকেই বুকু
চমকে ওঠে খুবি
ব্যাগের ভিতর নড়ছে কি যে,
নয় তো এ আজগুবি
ভয় পেয়ে সে করল শুরু
দারুণ চেঁচামেচি,
"ব্যাগের ভিতর কী ঢুকেছে!
গেছি আমি গেছি!"
এই না শুনে ছুটে এল
বাড়ির সকল লোক-ই
ঠাম্মা দাদু বাবা মা আর
জেঠু কাকা-কাকি
ঘটনাটা দেখেই তখন
অবাক হলেন তারা
ব্যাগের ভিতর কী ঢুকেছে
ভেবেই দিশাহারা।
ঠাম্মা বলেন, "সাপ ঢুকেছে
বাঁচা বাঁচা ওরে"
দাদু বলেন," ব্যাঙ-ই হবে
ঢুকলো কেমন করে?"
বাবা বলেন, "আরে না,না
বলে রাখি তবে,
হয়ত কোনও গেছো ইঁদুর
ব্যাগের ভেতর হবে।"
মায়ের খুবি চিন্তিত মুখ,
বলেন এবার তিনি,
"কোন সুযোগে বেঁজি এসে
ঢুকেছে কি জানি!"
জেঠু বলেন, "কাঠবেড়ালি,
পাচ্ছ বৃথা ভয়-ই।"
কাকি বলেন," ছুঁচো ছাড়া
অন্য কিছু নয়-ই।"
লাঠি দিয়ে ব্যাগের উপর
মারলো কাকা এসে
বন্ধ হল নড়াচড়া
ব্যাগের ভেতর শেষে।
চক্ষু সবার ছানাবড়া
ব্যাগটা খুলে দেখে
দম দেওয়া এক চিনা পুতুল
কে দিয়েছে রেখে!