বাবার কাছে একটি মেয়ে করল শুরু বায়না,
বলল,"বাবা আমায় একটা মোবাইল ফোন দাওনা।
কিনলো ওরা প্রিয়া,পূজা আর কিনেছে ময়না,
ফোন না হলে আমার যে আর এক মুহূর্ত সয়না।
সবার আছে আমারও থাক তা কি তুমি চাওনা?
আমি তোমার 'অনলি ডটার' কিনে একটা দাওনা।"


বাবা বলে "খুকি ওটা তোর নেই রে প্রয়োজন
ওসব কথা বাদ রেখে তুই  পড়াতে দে না মন।
কদিন বাদেই মাধ্যমিক তোর,তুই ভুললি বিলক্ষণ?
এমন ভাবে অকারণে  করিস না জ্বালাতন।
বছর দুয়েক পর পাবি ফোন  নিজের মনের মতন
মনের সুখে বলবি কথা তুই করবি আলাপন।"


বলল মেয়ে,"জানোতো ফোন কতই যে দরকারি,
পড়তে গিয়ে দেরি হলে  চিন্তায় মরো ভারি!
ফোন থাকলে জেনে নিতে আছি কাদের বাড়ি।
ফোনে তো আজ সব জানা যায়  কতই রকমারি"
এই না বলে স্নেহের মেয়ে মুখটি করে হাঁড়ি,
বলল তখন ,"ফোন না দিলে তোমার সাথে আড়ি।"


বাবা দিল ফোনটি কিনে রাখতে মেয়ের মান-ই,
অ্যান্ড্রয়েড ফোন পেয়ে মেয়ের আনন্দিত প্রাণ-ই।
অবিরত ভিডিও দেখে আর যে শোনে গান-ই,
'বুক' ছেড়ে তার ফেসবুকেতে হল প্রবল টান-ই।
পড়তে বসেও ফোনেতে মন, মন করে আনচান-ই,
শেষে কিনা ফেল করে তার মুখ হলো যে ম্লান-ই।


ভয়ে ভয়ে এল মেয়ে,  বাবা ছিল ঘরে
"ফোনের দোষেই ফেল করেছি" বলল পা'টি ধরে।
বাবা বলে "শোনরে খুকি বলি তোকে ওরে,
ফেল করেছিস তুই যে ফোনের অপব্যবহারে।
সামনে যে অনেকটা পথ, শোনরে ভালো করে,
সাফল্যটা আসে কেবল পরিশ্রমের জোরে।"