তপনের তাপ জুড়াতে আজ এল রে আষাঢ়।
মন মাঝি তোর হলো সময় উজানে ভাসার।।

তাকায়ে ছিল তরু সকল গগনের পারে
আষাঢ় আসবে কবে ধরার প্রাণ মাঝারে
সে সাজলো সজল অলংকারে  
বাঁচাতে সংসার।
তপনের তাপ জুড়াতে আজ এল রে আষাঢ়।।

হেলে দুলে এল আষাঢ় মেঘের ভেলায়
মরাল-মরালী  মগন বিনোদ খেলায়
কোন রূপসী রূপের মেলায়  
পেতেছে পসার
তপনের তাপ জুড়াতে আজ এল রে আষাঢ়।

আষাঢ়ের এই ভেজা পথে মুখর দাদুর
মাঝি মাল্লার মুখে তাই ভাটিয়ালি সুর
চাতকের তৃষা হলো যে দূর  
আগমণে বরষার।
তপনের তাপ জুড়াতে আজ এল রে আষাঢ়।।

কেতকি কদম আহ্লাদিত ছিল সকল যত
ধানের ক্ষেত্র শ্যামলতায় পূর্ণ আনন্দিত
ময়ূর পেখম করে বিকশিত  
অরূপ বাহার
তপনের তাপ জুড়াতে আজ এল রে আষাঢ়।।

বাদল হাওয়ার তরঙ্গে নদী উঠল মাতি
জলে স্থলে মনে বনে সাজলো প্রকৃতি
কে বুঝি গায় আষাঢ়ের গীতি  
বার্তা পেয়ে ভরসার।
তপনের তাপ জুড়াতে আজ এল রে আষাঢ়।।