বন্ধু,
হাল ধরো, ছেড়োনা  তুমি ভুলে  অবহেলে
উড়তে দাও আশার পাখিকে ডানা দুটি তার মেলে।
হাল ধরো,বন্ধু!
আজকের ফুল কালকে বাসি অনাদরে থাকে পড়ে
কত স্বপ্ন কত ব্যর্থতা সাঁতরায় এই অন্তরে---
হাল ধরো শক্ত হাতে বন্ধু।
আপন ভেবে যাকে তুমি দিয়েছ তোমার মন
ভেবেছ কি স্বার্থাঘাতে সে করবে পলায়ন-
তবু ছেড়োনা হাল বন্ধু।
তপ্ত দুপুর দহন জ্বালা সূর্য রাঙায় চোখ
তারই পিছে এসে কালবৈশাখি মুছে দেয় সেই শোক
হাল ছেড়োনা বন্ধু।
উতাল সাগর অনন্ত ঢেউ ভ্রুকুটি তার ভারি
নাবিক বন্ধু সেই সাগরে অবলীলায় দেয় পাড়ি।
তুফান চেনো, বন্ধু।
বিগত কালের আঁধার ঘোচায় নতুন সূর্যালোক
আশার নদীর অবিরাম স্রোতে জীবনের জয় হোক।
তাই, হাল ধরো বন্ধু।