আমি তো শান্ত হয়েই থাকতে চেয়েছিলাম,
রক্ষা করতে চেয়েছি সৃষ্টিকে সেই কবে থেকে
কিন্তু তোমরা মানুষেরা,আমাকে শান্ত থাকতে দিলে কি?
আমি আমার সর্বস্ব উজাড় করে দিলাম তোমাদের।
ফল দিলাম,ফুল দিলাম, জল দিলাম,বাতাস দিলাম
তোমার বাঁচার চাহিদা পূরণে যা-যা প্রয়োজন সব দিলাম।
প্রতিদানে, তার বিনিময়ে তোমরা কী দিলে আমায়?
যান্ত্রিক সভ্যতায় সুখে থাকার নেশায়
আমার বিশুদ্ধ বাতাসে বিষ ঢেলেছ যথেচ্ছ,
যে গাছ তোমার বন্ধু তার সাথে তোমারা
আচরণ করেছে শত্রুর মত।
নগর বন্দরের সম্প্রসারণে ধংস করেছ তাদের বারবার,
নুন্যতম বাঁচার অধিকারটুকুও তোমরা হরণ করেছ।
নদী গুলোকে নিজের মত খেলতে দাওনি
তার গতিপথকে আটকে, সেতু নির্মাণ করে
নিজেদের গতিপথকে মসৃণ করে বাহবা কুড়িয়েছ।
আজ যখন তীব্র ঝড়ের ভ্রুকুটি দেখো, তাপপ্রবাহে
নাজেহাল হও, টানা বৃষ্টিতে হয়ে ওঠো অতিষ্ঠ
তখন বুঝি খুব কষ্ট হয় ? রাগ হয় আমার উপর?
কী ভেবেছিলে আমি এর প্রতিশোধ নেব না?
চুপ করে থাকব? চুপ থাকতেই তো চেয়েছি,
চুপ থাকতে আর দিলে তোমরা আমায়?
টবে দুটো সখের গাছ বসিয়ে কি ভাবলে নিজেকে?
প্রকৃতি প্রেমিক? সত্যিই কি ভালোবেসেছ আমায়?
না,শুধু অভিনয় করেছ নিরন্তর।
আমাকে ধংস করতে নির্লজ্জ অন্যায় করে
অজান্তেই নিজেদের পতন নিশ্চিত করছো
এই বোধ শক্তিও বুঝি হারিয়েছ তোমরা।
আমি তো তোমাদের আমার সব দিয়েছি
আর তোমরা কী দিলে? শুধু বিষ আর বিষ।
কি, বলো? দাওনি বিষ আমার বিশুদ্ধ বাতাসে?
বিষ মেশাওনি মাটিতে, জলে?
বিজ্ঞানের প্রযুক্তি ব্যবহার করে, নিজেরা সুখে, আরামে
শীতল থেকে, আমার শরীরকে উষ্ণ করে তোলোনি?
এখন আমি হাঁপিয়ে উঠছি, শ্বাস নিতে কষ্ট হয়।
আমার কষ্ট কখনো বুঝেছ তোমরা?
কি ভাবছ আমাকে কষ্টে রেখে তোমরা ভালো থাকবে?
ভুল ভেবেছ, কখোনই না।
আমি ভালো না থাকলে তোমরাও ভালো থাকবেনা।
এখনো সময় আছে, সব কিছু শেষ হয়ে যায়নি
এসো, আমার সাথে বন্ধুর মতো আচরণ করো
আমি তো হাত বাড়িয়েই আছি, তুমিও বাড়াও।
তোমরাও বাঁচো, আমাকেও বাঁচতে দাও।