গ্রীষ্ম কালে ঠিক দুপুরে
দেখেন বাবা এসে
খোকন সোনা রোদ্দুরেতে
পা ছড়িয়ে বসে।
বাবা বলেন, "ভরদুপুরে
বসে আছো তুমি?
ঘুরবে মাথা বনবনিয়ে
এসব কী পাগলামি!"
খোকন বলে,"খেলতে গিয়ে
পা-টা গেল ছোঁড়ে
ঘা শুকোতে বসে আছি
তাই তো রোদ্দুরে।"
রেগে গিয়ে বাবা বলেন,
"করিস না মসকরা
এখন দেখছি মাথাটা তোর
গোবরেতে ভরা
রোদ্দুরেতে শুকোয় না ঘা
বুঝবি এসব কবে
ঘা শুকোনোর জন্য তোকে
ওষুধ খেতে হবে।"
খোকন বলে, "শোনো বাবা
বলছ তুমি এ কি
জামা যদি শুকোয় রোদে,
ঘা শুকোবে ঠিকই।"